বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১১

পৃথিবীর সেরা ১০ টি বিল্ডিং

১। বুর্জ খালিফা 
দুবাই, আরব আমিরাত।
 
উচ্চতাঃ ৮২৮ মিটার/ ২,১১৭ ফুট। ফ্লোর সংখ্যাঃ ১৬৩।
কাজ শুরুঃ জানু ২০০৪। সমাপ্তঃ ২০১০ সাল।

২। আবরাজ আল বায়িত 
মক্কা,সৌদি আরব। 

নির্মাণাধীন আছে। 
উচ্চতাঃ ৬০১ মি. / ১৯৭২ ফুট। ফ্লোরঃ ৯৫ টি।
কাজ শুরুঃ ২০০৪ সমাপ্ত হবেঃ ২০১১ সালের মধ্যে।

৩। তাইপে ১০১ 
তাইওয়ান।
 
উচ্চতাঃ ৫০৯.২ মি./ ১৬৭০.৬ ফুট। ফ্লোরঃ ১০১ টি। 
কাজ শুরুঃ ১৯৯৯। সমাপ্তঃ ২০০৪ সাল।

৪। সাংহাই ওয়ার্ল্ড ফাইনান্সিয়াল সেন্টার 
পুডং, সাংহাই,চায়না।
 
উচ্চতাঃ ৪৯৪.৪ মি./১৬২২ ফুট। ফ্লোরঃ ১০১ টি।
কাজ শুরুঃ ১৯৯৭। সমাপ্তঃ ২০০৮ সাল।

৫। ইন্টারন্যাশনাল কমার্স সেন্টার 
ওয়েস্ট কোলন, হংকং।
 
উচ্চতাঃ ৪৮৪ মি./ ১৫৮৭.৯ ফুট। ফ্লোরঃ ১০৮ টি।
কাজ শুরুঃ ২০০২। সমাপ্তঃ ২০১০ সাল।

৬ এবং ৭। পেট্রোনাস টুইন টাওয়ারস 
কুয়ালালামপুর,মালয়েশিয়া। 
 
[এখানে দুইটি টাওয়ার একসাথে।তাই দু'টি স্থান দখল করে আছে।]
উচ্চতাঃ ৪৫১.৯ মি./ ১৪৮৩ ফুট। ফ্লোরঃ ৮৮ টি।
কাজ শুরুঃ ১৯৯২। সমাপ্তঃ ১৯৯৮ সাল।

৮।নানজিং গ্রীনল্যান্ড ফাইনান্সিয়াল সেন্টার
নানজিং,চায়না।
 
উচ্চতাঃ ৪৫০ মি./১৪৮০ ফুট। ফ্লোরঃ ৮৯ টি।
কাজ শুরুঃ ২০০৫। সমাপ্তঃ ২০১০ সাল।

৯। উইলস টাওয়ার 
চিকাগো,ইউ.এস.এ।
 
উচ্চতাঃ ৪৪২ মি./ ১৪৫১ ফুট। ফ্লোরঃ ১০৮ টি।
কাজ শুরুঃ ১৯৭০। সমাপ্তঃ ১৯৭৪ সাল।

১০। কিংকী ১০০ 
সেনজেন,চায়না।
 
নির্মাণাধীন আছে। 
উচ্চতাঃ ৪৪১.৮ মিটার/ ১৪৪৯ ফুট। ফ্লোরঃ ১০০ টি।
কাজ শুরুঃ ২০০৭। সমাপ্ত হবেঃ ২০১১ সালের মধ্যে। 
বিস্তারিতঃ উইকিপিডিয়া 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন